সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৫
সুরমা মেইলঃ সিলেট নগরীর সুইপার কলোনীর সাথে স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা গটেছে গতকাল রাত ৮ঘটিকার সময় মহাজনপট্রি এক ব্যবসায়ীর দোকানে পটকা বোম মারে সুইপার কলোনীর ছেলে। এ নিয়ে মহাজনপট্টীর ব্যবসায়ীরা প্রতিবাদ করে কিছুক্ষন পর সংঘ বদ্ধ হয়ে মহাজনপট্রি ব্যবসায়ীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে রাস্থা বন্ধ করে প্রতিবাদ করতে থাকে ব্যবসায়ীরা। পরে পুলিশ এশে পরিস্থিতি শান্ত করে। এর জের আজ মহাজনপট্রি ব্যবসায়ীরা সকাল ১০ঘটিকায় দোকান পাট বন্ধ করে ভিক্ষোব মিছিল করে। এতে কালীঘাট লালদিঘীরপার বন্ধর বাজারে ব্যবসায়ীরা অংশ গ্রহন করে। উলেখ্য দীর্ঘদিন থেকে পরিচ্ছন্ন কর্মীরা প্রকাশ্যে মদ, গাজা, হিরোইন, ইয়াবা বিক্রি করার পাশাপাশি নগরীর ছিন্তাই কারী, পকেট চুরিসহ সব ধরনের অপরাধিদের নিরাপদ আস্থানা গড়ে তুলেছে সুইপাররা। সুইপার হওয়ার কারনে প্রসাশন শক্ত কোনো ভুমিকা না নেওয়ার কারনে এসব অপরাধিরা নিরাপদে তাদের অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ইতি মধ্যে এনিয়ে কয়েকটি হত্যা কান্ড সংঘটিত হয়েছে। নগরীর প্রাণ কেন্দ্র কাষ্টঘর এলাকার ব্যবসায়ীরা তাদের কাছে জিম্মি হয়ে পরেছে। একটি সংঘ বদ্ধ অপরাধি চক্র সুইপারদের দিয়ে প্রতিদিন লক্ষলক্ষ টাকার ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাজা বিক্রি করাচ্ছে। তাই সুইপাররা এখন আর আগের মত নয় তারা বাঙ্গালী ছেলেদেরকে ৫০০ শত টাকা রোজে তাদের বদলী কাজ করায় সিটি করপোরেশনের। এসব বিক্রির পাশাপাশি কাষ্টঘরের রাস্থাদিয়ে সাধারন মানুষ যাতায়াত কালে জোর পূর্বক টাকা পয়শা হাতিয়ে নেওয়া তাদের অব্যাশে পরিনত হয়েছে। ইতিমধ্যে সরজমিনে জানা যায়, সুইপার কলোনীর ছেলে-মেয়েরা নগরীর নামীদামী স্কুলে লেখা-পড়া করে তবে ভদ্রতার লেজ মাত্র নেই তাদের। মদ খেয়ে মাথাল সেজে বন্ধর বাজার এলাকার সাধারন ব্যবসায়ী মানুষেদের জোড় পূর্বক হাতিয়ে নেয় টাকা পয়সা । এমন কি এসব অপরাদ প্রকাশ্যে চালিয়ে গেলেও দেখার যেন কেউ নেই। তাই এবার তাদের অত্যাচারে অত্রিষ্ট হয়ে ব্যবসায়ীরা ঐক্য বদ্ধ হয়েছে। সিলেট বাসীর একটি দাবি সুইপার কলোনীকে শহরের বাহিরে কোথাও হস্থান্তর করা হউক এবং তাদেরকে আইনের আওতায় আনা হউক।
Design and developed by ওয়েব হোম বিডি