সুজানগরে স্কুলছাত্রকে শ্বাসরোদ্ধ করে হত্যা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

সুজানগরে স্কুলছাত্রকে শ্বাসরোদ্ধ করে হত্যা

imagesসুরমা মেইল ডেস্ক :: পাবনায় ইমন হোসেন (১২) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে তাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ইমন উপজেলার কাতিয়ান গ্রামের আয়েন উদ্দিনের ছেলে ও কাদোয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ইসলাম জানান, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার পাশাপাশি ইমন ইঞ্জিনচালিত অটোভ্যান চালাত। বুধবার সন্ধ্যায় সে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ভিটবিলা নামক স্থানে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ইমনের লাশ উদ্ধার করে। অটোভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে ইমনকে হত্যা করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com