সুনামগঞ্জের সকল বালু-পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সমাবেশ

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

সুনামগঞ্জের সকল বালু-পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সমাবেশ

জাদুকাটা নদী বালুু মহাল ইজারার আড়ালে নদীরপাড় কেটে এভাবেই খনিজ বালু লুট হচ্ছে।


নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলার জাদুকাটা-ধোপাজান চলতি নদীসহ জেলার খনিজ বালি পাথর সমৃদ্ধ সব কটি বালু-পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্টিত হয়েছে।

 

বুধবার (২৭ নভেম্বর) জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়া’র সভাপতিত্বে বক্তারা বলেন, জেলার সব কয়টি খনিজ বালি পাথর সমৃদ্ধ বালি- পাথর মহালে পরিবেশধ্বংসী ড্রেজার-বোমা, সেইভ মেশিনে নদীর পাড় কেটে অবৈধভাবে বালি পাথর উক্তোলন জেলা, উপজেলা প্রশাসন সহ দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানকে যৌথভাবে উদ্যোগ নেয়ার মাধ্যমে বন্ধ করতে হবে।

 

একই সাথে বালি পাথর মহাল এলাকায় নৌ পথে সকল ধরণের ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলার, বাল্কহেডসহ নদী তীরবর্তী বসতি স্থাপনার ক্ষতি করতে পারে সেসব নৌ চলাচল দ্রত বন্ধ করতে হবে।

 

সমাবেশে বক্তারা আরো বলেন, বালি পাথর মহালগুলোতে সনাতন পদ্ধতিতে সাধারন শ্রমিকের বালি পাথর উক্তোলন কাজের পরিবেশ তৈরী করণ ও ঘুস-দূর্নীতিমুক্ত পরিবেশে সরকারিভাবে বালি পাথর ক্রয়কেন্দ্র চালুর করতে হবে।

 

সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ, এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখা, ট্রেড ইউনিয়ন সংঘ, বারকি শ্রমিক সংঘের নেতৃবৃন্ধ প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com