সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি :
পুলিশি হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন আন্তঃজেলা বাসশ্রমিকরা। এদিকে পরিবহন শ্রমিকদের আকস্মিক ডাকা এ কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই জেলার প্রত্যন্ত এলাকা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য জেলায় এসে চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এই কর্মসূচির ডাক দেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ থেকে রাজধানীসহ কোনো গন্তব্যেই ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস।
অনেকেই জরুরি প্রয়োজনে সিলেট বিকল্প পথে রওনা করেছে অতিরিক্ত টাকা দিয়ে। গন্তব্যে না গিয়ে বাড়ি ফেরত যেতে হচ্ছে তাদের।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার বিকালে ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি বাস জব্দ করা হয়। এ ঘটনায় চালক-শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা করেছে। এজন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্তঃজেলা বাস কোথাও যাচ্ছে না। পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।
শ্রমিক নেতাদের অভিযোগ, জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের সংস্কার না করে সড়কের পাশে পার্কিং করা বাস জব্দ করায় এবং শ্রমিকদের হয়রানি করায় এই কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
ক্ষোভের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বাসস্ট্যান্ডে আসা যাত্রীরা জানান, নারায়নগঞ্জ যাওয়ার জন্য পরিবার নিয়ে রাত ৭টায় ষ্ট্যান্ডে এসে শুনি বাস চলবে না। পরে রাতে হোটেলে থেকে সিলেটের উদ্দেশ্য রওনা হচ্ছি। পরে সিলেট থেকে ঢাকা রওনা হব। পরিবহন মালিক শ্রমিক রা জনস্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করে না যাত্রী সুবিধা উন্নয়নে কোনো পদক্ষেপ নেই আর নিজেদের স্বার্থে ধর্মঘট যা অযৌক্তিক।
পরিবহন শ্রমিক নেতা সুজাউল কবির জানান, হয়রানির বিচার না করায় সব ধরনের গণপরিবহন শ্রমিকরা সারা জেলায় সর্বাত্মক কর্মবিরতি পালন করছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, সুনামগঞ্জ বাস টার্মিনালে লোকাল বাসের জায়গা হয় না এরমধ্যে আন্তঃজেলা বাস রয়েছে ৮০টিরও বেশি। এ বাসগুলো টার্মিনালে রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা বাসটার্মিনালের পুকুর ভরাট করে টার্মিনাল বড় করার দাবি করছি।
সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ্ বলেন, আইন-শৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় বিষয়টি বারবার আলোচনা হয় সড়কের ওপরে বাস রাখায় জনসাধারণের ভোগান্তি হয়, সড়কে তৈরি হয় যানজট। এ অবস্থায় ট্রাফিক কন্ট্রোলের জন্য তিনটি বাস পুলিশ লাইন্সে এনে রাখা হয়েছে। এ কারণে ধর্মঘট ডেকে জনগণকে ভোগান্তিতে ফেলা যৌক্তিক হবে না।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি