সুনামগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭

সুনামগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পত্র দাখিলের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার  সকাল ১১টায় জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন, শামছুজ্জামান, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা সুহেল মিয়া, শাহজাহান, রাসেল আহমেদ, সেজু, সায়েম, আলম, পাভেল, ফয়সল, মানিক প্রমুখ।

বক্তারা বলেন অবিলম্বে  সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা চাজশির্ট ও অভিযোগ পত্র প্রত্যাহারসহ বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যতায় আগামীতে সরকার পতনের আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারণ করে তারা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com