সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের নীলপুর সিলেট-সুনামগঞ্জ রোডে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাজিয়া বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে নীলপুরের রাবারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের নোয়াখালী পয়েন্ট থেকে একটি সিএনজি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। সিএনজিটি সিলেট-সুনামগঞ্জ এলাকার নীলপুরের রাবারবাড়ী আসলে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজির ভেতরে থাকা রাজিয়া বেগম ঘটনাস্থলে নিহত হন। আহত হন তিনজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি