সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জ গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে পানি বন্দি হয়ে পড়েছে দু লাখ মানুষ। সুরমা নদীর পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ঘরবাড়ি, ফসলী জমি,বীজ তলা ও সবজি বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
টানা ৫ দিনের প্র্বল বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে আমন ফসল ও সবজি ক্ষেত ,ক্ষতি গ্রস্ত হচ্ছে ঘরবাড়ি। জেলার দোয়ারাবাজার ,তাহিরপুর, সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, ছাতকসহ কয়েকটি উপজেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেড়েই চলেছে দূর্ভোগ। এসব উপজেলার কয়েক হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাযায় চলতি বছর বন্যায় জেলায় ৬০ হেক্টর রোপা আমন, আউস ৫৫ হেক্টর ও ২৫ হেক্টর বর্ষাকালীন সবজী বিনষ্ট হয়েছে। দোয়ারাবাজার উপজেলা সদরের ৩০ টি গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ।
এছাড়া বন্যার কারণে শিল্পনগরী ছাতকের সংঙ্গে দোয়ারাবাজার উপজেলা সদরের সড়ক যোগাযোগ দুই দিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে। বিশ্বম্ভরপুর উপজেলার কিদিরপুর,দাওয়া,ফতেপুরসহ কয়েকটি গ্রামের দুই শতধিক কাঁচাঘরবাড়িসহ ৫০০০ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ধর্মপাশা,সদর,তাহিরপুর উপজেলা বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে,পানিবন্দী রয়েছে আরো ৭০ হাজার মানুষ।
বন্যায় ক্ষতিগ্রস্থরা জানালেন তাদের নানা দূর্ভোগের কথা
সুরমা,খাসিয়ামারাসহ জেলার বিভিন্ন নদীতে অব্যাহত পানিবৃদ্ধি ও পাহাড়ী ঢলে কারনে বন্যা পরি¯িহতির সৃষ্টি হয়েছে। রাবার ড্যামের বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি