সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আকিব মিয়া ওই গ্রামের সরাজ মিয়ার ছেলে ও তানভীর হোসেন একই গ্রামের কবির হোসেনের ছেলে। তারা একে-অপরের আত্নীয়।
স্বজনরা দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা আবাসিক মেডিকেল অফিসার রাজিব বিশ্বাস তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আলমাছ মিয়া ও গ্রামবাসী সূত্রে জানা যায়, একই উপজেলার শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া ও বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া খেলাধুলায় ব্যস্ত ছিল। খেলাধুলার এক ফাঁকে এ দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় শিশু দুটি পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়।
(সুরমামেইল/এসডি)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি