সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ও শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, রোববার সকালে হাওরে মাছ ধরার সময় ঘটনাস্থলে মারা যান দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া ও একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন।



বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।

 

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় দেখার হাওরের মাছ ধরার সময় আকস্মিক বজ্রাঘাতে দুজন ঘটনাস্থলে মারা যান।

 

এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com