সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ শহরের হাছননগরের এলাকার একটি বাসায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের এসপি বাংলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহতরা হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। সকালে কাজের মহিলা গিয়ে তাদের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত স্বজনদের জানায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

 

পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদা বেগম ও তার ছেলে ওই বাসায় ভাড়া থাকতেন। একই বাড়ির অন্য এক কক্ষে তার খালাতো বোন ফাহমিদা ও বোনের ছেলে ফয়সাল ভাড়া থাকেন। সন্দেহের তির তাদের দিকে।

 

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর থেকে পাশের কক্ষে থাকা ফরিদা বেগমের খালাতো বোন ও তার ছেলে পলাতক রয়েছে।

 

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com