সুনামগঞ্জে শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

সুনামগঞ্জে শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১২) শ্লীলতাহানির অভিযোগে মো. কাউছার মিয়া নামে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার পূর্ববাজার এলাকা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত মো. কাউছার মিয়া (৩৮) রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

পুলিশ জানায়, বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা (৫৩) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা করেন। এরপর রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী গত ছয় মাস ধরে বিদ্যালয় ছুটির পর তৃতীয় শ্রেণির কক্ষে কাউছার মিয়ার কাছে প্রাইভেট পড়ত। গত ২৬ অক্টোবর বিকেলে প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় ছাত্রীটি ভুলবশত বৃত্তি পরীক্ষার গাইড বই কক্ষে ফেলে যায়। পরে বইটি আনতে গেলে শিক্ষক কথোপকথনের একপর্যায়ে তার হাত ধরে জড়িয়ে ধরার চেষ্টা করেন।

 

ছাত্রীটি আতঙ্কিত হয়ে বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়। পরিবারের পরামর্শে পরে থানায় অভিযোগ করা হয়। মামলার পর রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

 

তবে অভিযোগ অস্বীকার করে কাউছার মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

Manual5 Ad Code

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এসএসডি)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code