সুনামগঞ্জে সরকারিকরণ হলো ১০ কলেজ

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৬

সুনামগঞ্জে সরকারিকরণ হলো ১০ কলেজ

Manual3 Ad Code

download

সুরমা মেইল নিউজ :  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজসহ এবার জেলার ১০টি বেসরকারি কলেজ অবশেষে সরকারি কলেজ হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদন লাভ করেছে।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমোদনপ্রাপ্ত ১৯৯ কলেজের তালিকা কঠোর গোপনীয়তার মাধ্যমে গত ৩০ জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সূত্রটি আরও জানায়- সরকারি কলেজ হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদনপ্রাপ্ত সুনামগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলো হল- তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, জামালগঞ্জ ডিগ্রি কলেজ, বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, শাল্লা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী অনুমোদিত ওই প্রতিষ্ঠানগুলোতে আপাতত কর্মচারী নিয়োগেরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Manual5 Ad Code

জানা গেছে- সরকারি কলেজবিহীন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার আলোকে ১টি করে কলেজ সরকারি অনুমোদন লাভ করে। সারা দেশের ১৯৯টি কলেজের মধ্যে সুনামগঞ্জের ১০টি কলেজ অনুমোদন লাভ করেছে। এই খবরে সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ উপজেলার সর্বস্তরের লোকজন আনন্দিত হয়েছেন।

Manual8 Ad Code

আরও জানা যায়- প্রধানমন্ত্রীর ঘোষণার পর সারা দেশের ৩২৫টি কলেজ সরকারিকরণের তালিকা তৈরি করা হয়। ওই তালিকা প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য গত জুন মাসের প্রথম দিকে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর গত ৩০ জুন সরকারিকরণের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় প্রধানমন্ত্রীর দফতর। ওই তালিকায় সুনামগঞ্জের ১০টি কলেজের নাম রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code