সুনামগঞ্জ পাঁচ স্থানে শেখ মুজিবের ম্যুরাল ও একটি মাজার ভাংচুর

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

সুনামগঞ্জ পাঁচ স্থানে শেখ মুজিবের ম্যুরাল ও একটি মাজার ভাংচুর

নিজস্ব প্রতিবেদ :
শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে বুধবার (০৫ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ ওলামা মশায়েখগণ।

 

সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর করেছে বিক্ষুব্ধরা। একই সময়ে শহরের হাছননগরের ডংকা শাহ্’র মাজারের স্থাপনা ভেঙে দেন বিক্ষুব্ধরা।

 

জেলা শহরের জেল রোড এলাকার উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাংচুর করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

 

গভীর রাতে মোটরসাইকেল যোগে পৌরসভা প্রাঙ্গণে এসে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ ওলামা মশায়েখগণ।

 

এরপর সেখানে থাকা কালো পলিথিন সড়িয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙতে থাকেন শিক্ষার্থীরা।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com