সুনামগঞ্জ সীমান্তে ‌পুলিশের হাতে দুই চিনি চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

সুনামগঞ্জ সীমান্তে ‌পুলিশের হাতে দুই চিনি চোরাকারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা চিনির চালানসহ দুই চিনি চোরাকাবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে আছকির আলী, একই গ্রামের আব্দুন নুরের ছেলে মাইনুদ্দিন।

 

শনিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন জানান, শনিবার দুপুরে দোয়ারাবাজারের উত্তর শ্রীপুর গ্রামের আছকির ও মাইনুদ্দিনের বসতঘর থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২ লাখ ৬০ হাজার টাকা মু্ল্যের ৫২ বস্তা চিনি জব্দ করে থানা পুলিশ। এ সময় চিনি চোরাকারবারে জড়িত থাকায় আছকির ও মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com