‘সুরমা মেইল’-এর পক্ষ থেকে বিশ্বের সবাইকে শারদীয় শুভেচ্ছা

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

‘সুরমা মেইল’-এর পক্ষ থেকে বিশ্বের সবাইকে শারদীয় শুভেচ্ছা

image_262664-downloadশারদীয় উৎসব সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাঙালীদের প্রধান উৎসব। যান্ত্রিক ব্যস্ততায় আমরা যতই ব্যস্ত থাকিনা কেন দুর্গাপূজার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী দিনের জন্য সারা বছর অধির আগ্রহে প্রতিক্ষার প্রহর গুনি সারা বিশ্বের প্রতিটি বাঙালী।

সারা বিশ্বের ন্যায় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের প্রভাব এসে পড়েছে আমাদের দেশের সমাজ, রাষ্ট্র ও জাতীয় জীবনে। তারই মধ্যে প্রকৃতির কালো মেঘ সরিয়ে নিয়ে এসেছে শরতের নীলাকাশে সোনালী রোদ্দুর। বনে বনে কাঁশফুলের হিল্লোল, শিশির শিক্ত শ্যামল দুর্বাঘাস, শিউলী ফুলের মৌতান গন্ধ জানান দিচ্ছে, দশদিক আলোকিত করে আবির্ভূত হচ্ছেন দশপ্রহরণধারীনি দশভূজা, ত্রিনয়নী মা-দুর্গা।

মঙ্গলময়ী মা আসছেন জাঁতি ধর্ম, গোত্র, নির্বিশেষে সকল মানুষের কল্যাণ বার্তা নিয়ে। তাই সুজলা, সুফলা, শ্যামল বাংলার আকাশে-বাতাশে আজ তাঁর আগমনী সুর। তাঁর আগমনে হেঁসে উঠলো বিশ্ব চরাচর, সবাই মেতে উঠলো উৎসবের আনন্দ উচ্ছাসে।

দুর্গাপূজা হচ্ছে দেবীর আরাধনার নিমিত্তে সকলের সমবেত হওয়ার এক শুভলগ্ন, সেই সাথে আনন্দে মেতে উঠার দিন। তাই দেবী পক্ষের এই শুভলগ্নে সকলে মিলে এই শারদীয় উৎসবকে করে তুলি স্বার্থক এবং সুন্দর। আনন্দের এই উৎসবের বন্যা ছুঁয়ে যাক সবার জীবনে। বিশ্বের মানবকূল সবাইকে অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com