সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করছে ক্ষমতাসীনরা

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭

সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করছে ক্ষমতাসীনরা

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সাথে বর্তমান আওয়ামী সরকার এ পর্যন্ত অসংখ্য চুক্তি করেছে, কিন্তু কোন চুক্তিই জাতীয় সংসদে উপস্থাপিত হয়নি। ফলে সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করছে ক্ষমতাসীনরা।

Manual1 Ad Code

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের জনমতকে উপেক্ষা করে প্রতিরক্ষাসহ ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর বিষয়ে জনগণ কিছুই জানে না। এই চুক্তি নিশ্চুয়ই অশুভ উদ্দেশ্যেই করা হয়। এধরণের চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে অবজ্ঞা করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code