সু চি : ‘আমিই সরকার চালাব’

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫

সু চি : ‘আমিই সরকার চালাব’
suchi
সুরমা মেইলঃ জান্তা সরকারকে এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সু চি। তিনি বলেছেন, নির্বাচনে তার দল জিতলে তিনিই নতুন সরকারের নেতৃত্ব দেবেন। দলের আদর্শ ও নীতির প্রতি অনুগত একজনকে বানাবেন প্রেসিডেন্ট।

আজ বৃহস্পতিবার ইয়াঙ্গুনে দেয়া এক ভাষণে এ কথা বলেন সু চি। খবর বিবিসির।

মিয়ানমারের সেনাবাহিনী প্রণীত বর্তমান সংবিধানের খসড়া অনুযায়ী, কেউ কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না। ব্রিটিশ নাগরিককে বিয়ে করায় সুচির সামনে তাই  প্রেসিডেন্ট হতে বাধা রয়েছে।

তবে ৮ নভেম্বর সাধারণ নির্বাচনে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিজয়ী হলে তা তাকে সরকার পরিচালনায় বাধা হতে পারবে না বলে জানিয়েছেন এই গণতন্ত্রপন্থী নেত্রী। তিনি বলেছেন, তার নেতৃত্বেই সরকার গঠিত হবে এবং তিনি সরকার পরিচালনা করবেন।

সু চি বলেছেন, নতুন সরকারের প্রধান হবেন তিনিই। আর তার দলের আদর্শ ও নীতি অনুসরণ করে কাজকর্ম চালাবেন, এমন একজনকে প্রেসিডেন্ট বানানো হবে।

২৫ বছর পর মিয়ানমারে প্রথমবারের মতো উন্মুক্ত সাধারণ নির্বাচন হচ্ছে ৮ নভেম্বর।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com