সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫
আজ বৃহস্পতিবার ইয়াঙ্গুনে দেয়া এক ভাষণে এ কথা বলেন সু চি। খবর বিবিসির।
মিয়ানমারের সেনাবাহিনী প্রণীত বর্তমান সংবিধানের খসড়া অনুযায়ী, কেউ কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না। ব্রিটিশ নাগরিককে বিয়ে করায় সুচির সামনে তাই প্রেসিডেন্ট হতে বাধা রয়েছে।
তবে ৮ নভেম্বর সাধারণ নির্বাচনে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিজয়ী হলে তা তাকে সরকার পরিচালনায় বাধা হতে পারবে না বলে জানিয়েছেন এই গণতন্ত্রপন্থী নেত্রী। তিনি বলেছেন, তার নেতৃত্বেই সরকার গঠিত হবে এবং তিনি সরকার পরিচালনা করবেন।
সু চি বলেছেন, নতুন সরকারের প্রধান হবেন তিনিই। আর তার দলের আদর্শ ও নীতি অনুসরণ করে কাজকর্ম চালাবেন, এমন একজনকে প্রেসিডেন্ট বানানো হবে।
২৫ বছর পর মিয়ানমারে প্রথমবারের মতো উন্মুক্ত সাধারণ নির্বাচন হচ্ছে ৮ নভেম্বর।
Design and developed by ওয়েব হোম বিডি