সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪
তাহিরপুর প্রতিনিধি :
হাওরপাড়ের স্কুল পড়ুয়া ক্ষুদে উদ্ভাবক আনিসুল হককে (১৬) দুই লাখ টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে তার নিজ কার্যালয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে এই টাকা দেয়ার আশ্বাস দেন। এ সময় আনিসুল হক ও তার বাবা আব্দুল আহাদকে ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখ করান তিনি।
সম্প্রতি রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণে রেখে ককশিটের তৈরি বিমান আকাশে উড়ানো তাক লাগিয়েছে। তার এই উদ্ভাবক টেলিভিশন ও সংবাদ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ব্যাপক প্রশংসিত হয়।
এ সময় বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীর আলী, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্ষুদে উদ্ভাবক আনিসুল হক জানায়, আজ আমি খুবই আনন্দিত, সবাই আমার প্রশংসা করছে। উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে দুই লাখ টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন। এই টাকা পেলে আমার আগামী দিনগুলোতে নতুন পরিকল্পনা নিয়ে নতুন কিছু আবিষ্কারের সহায়ক হবে, সেই সঙ্গে আমার পড়াশোনা কাজে লাগবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, হাওর পাড়ের কৃষক পরিবারের সন্তান অল্প বয়সেই আনিসুল হক তার মেধা কাজে লাগিয়ে বিমান তৈরি করে আকাশে উড়িয়েছে যা প্রশংসনীয় কাজ। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে দুই লাখ টাকা খুব শিগগির দেয়া হবে, যাতে করে সে এই বিমানটিকে আরও আধুনিকায়ন করে। এছাড়া আরও নতুন কিছু উদ্ভাবন করতে যন্ত্রাংশ ক্রয় করতে অর্থের সংকট না হয়। তার আবিষ্কার যেন থেমে না যায়, সেই সঙ্গে লেখাপড়া চালাতে পারে এবং ভবিষ্যতে ভাল ভাবে নিজেকে তুলে ধরতে পারে।
উল্লেখ্য, রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণে রেখে ককশিটের তৈরি বিমান আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে হাওর পাড়ের স্কুল পড়ুয়া কিশোর আনিসুল হক (১৬)। তার আবিষ্কৃত ছোট্ট প্লেনটির ওজন ১ কেজি ৮০০গ্রাম, দৈর্ঘ্য ৫ ফিট, উচ্চতা ও প্রস্থ সাড়ে ৬ ইঞ্চি।
(সুরমামেইল/এমএম)
Design and developed by ওয়েব হোম বিডি