সেই কিশোরী এখন সুস্মিতা!

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

সেই কিশোরী এখন সুস্মিতা!

500x350_062779990913c2e0106ce8d450bc31fa_20

বিনোদন ডেস্ক : বলিউডে সুস্মিতা সেনের গ্লামার এখনও শেষ হয়ে যায়নি। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিষেক হয়েছে তাঁর। ইনস্টাগ্রামে প্রোফাইল খোলার সঙ্গে সঙ্গেই ঝড় তুলে দিয়েছেন বিশ্ব সুন্দরী। ইনস্টাগ্রামে তিন-তিনটি বোল্ড ছবি পোস্ট করেছেন সুস্মিতা। আর তাতেই মাতোয়ারা তাঁর ভক্তকূল। এবার ইনস্টাগ্রামে অন্য অবতারে ধরা দিয়েছেন এই নায়িকা। ছবিতে দেখা গিয়েছে সুস্মিতার সরল, নিষ্পাপ মুখ। তখনও গোটা ভারত তাঁকে চেনে না। শৈশব আক্রান্ত বলেই এখনকার সুস্মিতার মুখশ্রীর সঙ্গে মিল খুবই কম। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ফুটফুটে বাচ্চাটাই আজকের সুস্মিতা সেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com