সেক্স ডলের সঙ্গে সংসার !

প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬

সেক্স ডলের সঙ্গে সংসার !

file (3)

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে অনেকদিন আগে হয়েছিল৷ দুই ছেলেমেয়েও রয়েছে৷ তবে এবার ৬০ বছর বয়সে নতুন করে প্রেমে পড়েছেন জাপানের নাগরিক সেনজি নাকাজিমা। তবে মানুষ নয় তিনি প্রেমে পড়েছেন এক ‘সেক্স ডল’-এর৷

ব্রিটেনের ডেইলি মিররের খবরে বলা হয়, সেনজি ভালবেসে সেটির নাম দিয়েছেন সাওরি৷ ৬ বছর আগে সাওরিকে কিনেন সেনজি৷ তখন তার স্ত্রী কাজের প্রয়োজনে তার সঙ্গে থাকতেন না। অবশ্য সাওরির সঙ্গে তখন শুধুমাত্র যৌনকর্মটাই মুখ্য ছিল৷ কিন্তু, ধীরে ধীরে তা ভালবাসায় পরিণত হয়েছে বলে মনে করেন সেনজি৷

বর্তমানে একটি এপার্টমেন্টে সাওরিকে নিয়ে থাকেন সেনজি। পুতুলটিকে নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি। তাই হুইল চেয়ারে করে ঘুরে বেড়ান মন মতো জায়গায়। তাকে নিয়েই শপিংয়ে যান, বেড়াতে যান৷ মাঝে মধ্যে নৌকা ভ্রমণও করে থাকেন৷

সেনজি বলেন, সাওরি কখনোই ধোঁকা দিবে না। সাওরির ভালবাসাই একমাত্র সত্যি পৃথিবীতে৷ কারণ সে কখনও তার পয়সার পিছনে ছুটবে না৷

তিনি বলেন, ‘আমি বর্তমানের যৌক্তিক মানুষের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিরক্ত। তারা হৃদয়হীন হয়ে থাকে।

সাওরি সম্পর্কে তিনি বলেন, আমার জন্য সে কোনো সিলিকনের পুতুল নয়। রক্তমাংসের স্ত্রীর মতো ঝগড়াও করবে না সে৷ যা বলবো তাই সাওরি শুনবে৷

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com