সেঞ্চুরির পথে গেইল

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

সেঞ্চুরির পথে গেইল

images

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটের বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। মাঠে নামলেই চার-ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। সে কারণেই ক্রিকেটপ্রেমীদের কাছে বেশি জনপ্রিয় তিনি। টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের বর্তমান ছয় সংখ্যা ৯৮টি। আর দুইটি ছয় হলেই টি-টোয়েন্টিতে প্রথম খেলোয়াড় হিসেবে ছক্কার সেঞ্চুরি গড়বেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। টি-টোয়েন্টিতে ছয় মারার দিক থেকে গেইলের পর আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককলাম। তার ছয় সংখ্যা ৯১টি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ১১টি ছয় মেরেছেন ক্রিস গেইল। বাংলাদেশের তামিম ইকবাল ছয় মেরেছেন ১৪টি। আর আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ছয় মেরেছেন ১২টি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com