সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সভানেত্রী শেখ হাসিনা ছাড়া সবাই দলের কর্মী বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘সম্মেলনে কেউ নেতৃত্ব দেবে না বা কেউ বিশৃঙ্খলা করবে না এমনকি আমিও না, আমিও গলায় কার্ড ঝোলাব, সেদিন আমরা সবাই কর্মী, নেতা শুধু শেখ হাসিনা।’
রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, এবারের সম্মেলন হবে আন্তর্জাতিকমানের। দেশের সব প্রান্ত থেকে সম্মেলনের স্বাদ পাবে সাধারণ মানুষ। তিনি বলেন, শেখ হাসিনাই আমাদের সভানেত্রী হবেন তার কোনো বিকল্প নেই। আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা দেবেন।
তিনি বলেন, এবারের সম্মেলনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ২০১৯ সালের নির্বাচনে আবারো আওয়ামী লীগের জয়ী হওয়া। এই লক্ষ্যেই নেতাকর্মীদের কাজ করতে হবে।
এ সময় তিনি বলেন, কেন মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে না। অবশ্যই ভোট দেবে। আত্মমর্যাদার সঙ্গে যে সরকার নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করতে পারে সে সরকারকে মানুষ ভোট দেবেই।
নাসিম বলেন, একমাত্র পাকিস্তান ছাড়া বিশ্বের সব দেশগুলোর ব্যক্তিদের দাওয়াত দেয়া হবে। আর বাংলাদেশে জামায়াত বাদে সব গণতান্ত্রিক দল, বিশেষ ব্যক্তি, বুদ্ধিজীবী, সাংবাদিকদের দাওয়াত দেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত পারেনাই জঙ্গি নিধন করতে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী রক্ত দিয়ে হলেও জঙ্গি নিধনে সফল হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ হাসনাতের সভাপতিত্বে এ যৌথসভায় আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, কামাল হোসেন, শাহ আলম মুরাদ প্রমুখ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি