সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সরকার এসেছে, অন্তবর্তীকালিন সরকার। আমরা আশাকরি তারা সঠিকভাবে বিষয়গুলো উপলদ্ধি করে সিদ্ধান্ত নিবেন। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি পাওয়ার দেয়া হয়েছে। এর মানে প্রশাসন ফেইল করছে। ম্যাজিষ্ট্রিসি পাওয়ার দেয়া হয়েছে মানে অন্যান্যরা কাজ করছে না। আমি মনে করি ম্যাজিষ্ট্রিসি পাওয়ার সেইসব এলাকাতে দেওয়া দরকার, যে সমস্ত এলাকা নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকা শান্তিপূর্ন আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রন করছেন, সেখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া সমিচীন হয়েছে বলে আমি মনে করিনা। আমি তাই অন্তবর্তী সরকারকে অনুরোধ করবো বিষয়টি পুনর্বিবেচনা করবেন। এবং কখনোই এমন কোন ব্যবস্থা নিবেন না, যা সামগ্রীকভাবে জাতীর জন্য বুমেরাং হবে এবং দেশের মানুষের জন্য ক্ষতি হবে।
স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে ঠাকুরগাঁওয়ে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাত ও সাহায্যকরন উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর পরে দুপুরে তিনি জেলার রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এবং বিকেলে পীরগঞ্জ উপজেলা ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
জনসভায় মির্জা ফখরুল বলেন, দেশে অপরাধের যিনি মূল হোতা শেখ হাসিনা, তার নির্দেশে হাজার হাজার লোকের প্রাণ গেছে। ২০১২ সাল থেকে শুরু হয়েছে এই হত্যা নির্যাতন। আমরা পনের ষোল বছর থেকে আন্দোলন করছি। আমার বিরুদ্ধে একশ এগারোটা মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি এগারো বার জেলে গিয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর জেলে ছিলেন। সাতশ’র বেশি মানুষ গুম হয়েছে, হাজারও মানুষ খুন হয়েছে। ষাট লক্ষ মানুষের প্রতি মিথ্যা মামালা দেয়া হয়েছে। তাই শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়েই পালাতে হয়েছে।
ব্যাংক লুটেরাদের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। গত ১৬ বছরে দেশের সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে আওয়ামীলীগের নেতারা। সব টাকা লুট করে দেশের অর্থনীতি টা ধ্বংস করেছে দিয়েছে। শেখ হাসিনা দেশটাকে বাপ দাদার জমিদারি মনে করেছিলো। কিন্তু সব কিছুই তাকে জবাব দিতে হবে। তাকে সহ তার দোসর ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা দীর্ঘদিন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে আটকে রেখেছিল। তিনি এখন ভিষণ অসুস্থ্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দেশের বাইরে অবস্থান করছেন। রাষ্ট্র ক্ষমতায় আমরা নেই, এখানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আশা করবো খুব দ্রুত এসব মিথ্যা মামলার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
এসময় মির্জা আলমগীরের সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, দিনাজপুরের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া, সাবেক এমপি জেড মর্তুজা তুলা, জেলা বিএনপির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক জিএস ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলি, সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী প্রমুখ
উল্লেখ্য, প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে নগদ মোট ১৫ লাখ টাকা তুলে দেন।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি