সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জে ইয়াবা, দেশি অস্ত্র ও বিদেশী মুন্দ্রাসহ আটক ১

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জে ইয়াবা, দেশি অস্ত্র ও বিদেশী মুন্দ্রাসহ আটক ১

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান মাদক দ্রব্য, দেশিও অস্ত্র ও বিদেশী মুন্দ্রাসহ একজনকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মাহির নেতৃত্বে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ উপস্থিত ছিলেন। এসময় নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের হিরা মিয়ার পুত্র মো: সজলু মিয়াকে আটক করা হয়।

Manual3 Ad Code

 

এ সময় ৬২২ ইয়াবা, নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, সৌদিয়ান ১০ রিয়াল, ৫টি ওমানি রিয়াল, ১টি মোবাইল সেট, ৩টি চা-পাতি, ৩টি দারালো ছুরি, সহ তাদের আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অফিসার রবি উল্লাহর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Manual4 Ad Code

সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মাহি জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ তাদের সহযোগিতা করেছে। পরে আটককৃত ব্যক্তিকে মাদকসহ হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অফিসার রবি উল্লাহর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code