সেনাবাহিনীর অভিযানে সিলেটে ৬২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

সেনাবাহিনীর অভিযানে সিলেটে ৬২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মাল্টা, কিসমিস, বাসমতি চাল সহ কসমেটিকের চালান আটক করা হয়েছে।

 

বুধবার (১৯ মার্চ) দুপুর ১১টায় জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর ও গোয়াইনঘাট উপজেলার হাদ গ্রাম এলাকায় পৃথক দুইটি অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম।

 

সেনা সূত্রে জানা যায়, জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম হরিপুর লামাশ্যমপুর ও হাদ গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে কয়েকটি গোডাউন হতে ৫১০ কেজি ভারতীয় কিসমিস, ২৭ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি, ১৯৫ কেজি মালটা, ৩ হাজার ৬ শত ৪৮ পিস বিদেশি ফেসওয়াশ ও ৫ হাজার ৩ শত ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল আটক করা হয়। অভিযানে পন্যের মালিকদের আটক করা সম্ভব হয়নি।

 

অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে পুলিশের টিম লামা শ্যামপুর এলাকায় অভিযানে অংশ নেয়। আটক হওয়া পন্য সমুহের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ টাকার অধিক বলে জানা গেছে।

 

এ সময় আটক হওয়া পন্যের মধ্যে ২ হাজার কেজি চিনি গোয়াইনঘাট থানায় ও ৫ হাজার তিনশত কেজী বাসমতি চাল ও প্রায় ৩ হাজার কেজি চিনি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও আটককৃত বাকি পন্য সামগ্রি সিলেট ৪৮ ব্যাটালিনের (বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ সরকার আটককৃত পন্য হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, উক্ত ঘটনায় বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

 

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com