সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মে ৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসরের মাঝপথেই আসরটির সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের ওয়েবসাইটে প্রকাশিত একাদশটি তৈরি করেছেন স্যামুয়েল ফেরিস। ০৩ মে’র পূর্ব পর্যন্ত চলমান আইপিলের পারফরম্যান্স বিবেচনায় রেখে স্যাম ফেরিস নামে পরিচিত এই ক্রিকেটবোদ্ধার একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের এই কাটার মাস্টারের দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও রয়েছেন সেই একাদশে। এ ছাড়া বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গৌতম গম্ভীর রয়েছেন সেখানে।
এবার একনজরে দেখে নেয়া যাক, ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে আছেন যারা:
১. ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ):
৭ ইনিংস, ৩৮৬ রান, ৭৭.২০ গড়, ১৬৮.৫৫ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৯২ রান, হাফ সেঞ্চুরি: ৫টি।
২. বিরাট কোহলি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
৭ ইনিংস, ৪৩৩ রান, ৭২.১৬ গড়, ১৩৭.০২ স্ট্রাইকরেট, সর্বোচ্চ অপরাজিত ১০০ রান, সেঞ্চুরি: ১টি, হাফ সেঞ্চুরি ৪টি
৩. রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ানস)
৯ ইনিংস, ৩৮৩ রান, ৬৩.৮৩ গড়, ১৩৭.২৭ স্ট্রাইকরেট, সর্বোচ্চ অপরাজিত ৮৫ রান, হাফ সেঞ্চুরি ৫টি।
৪. এবি ডি ভিলিয়ার্স (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
৭ ইনিংস, ৩২০ রান, ৪৫.৭১ গড়, ১৬৩.২৬ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৮৩ রান, হাফ সেঞ্চুরি: ৩টি।
৫. গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)
৮ ইনিংস, ৩৩৯ রান, ৫৬.৫০ গড়, ১২৩.৭২ স্ট্রাইকরেট, সর্বোচ্চ অপরাজিত ৯০ রান, হাফ সেঞ্চুরি: ৩টি।
৬. কুইন্টন ডি কক, উইকেটরক্ষক (দিল্লি ডেয়ারডেভিলস)
৬ ইনিংস, ১৯৯ রান, ৩৯.৮০ গড়, ১৬০.৪৮ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ১০৮ রান, সেঞ্চুরি: ১টি, হাফ সেঞ্চুরি: ১টি।
৭. ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস)
৩ ইনিংস, ৯৩ রান, ৪৬.৫০ গড়, ২১৬.২৭ স্ট্রাইকরেট, সর্বোচ্চ অপরাজিত ৮২ রান, হাফ সেঞ্চুরি: ১টি উইকেট: ৫টি, গড় ৩০, ইকোনমি ৬.৫২, স্ট্রাইকরেট ২৭.৬০, সেরা বোলিং ৩৫/২
৮. মোহিত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব)
৭ ইনিংস, উইকেট: ১০টি, ১৭.৬০ গড়, ৭.৭০ ইকোনমি, ১৩.৭০ স্ট্রাইকরেট, সেরা বোলিং ২৩/৩।
৯. মিচেল ম্যাকক্লেনাঘেন (মুম্বাই ইন্ডিয়ানস)
৯ ইনিংস, উইকেট: ১৩টি, ২১.১৫ গড়, ৭.৯৭ ইকোনমি, ১৫.৯২ স্ট্রাইকরেট, সেরা বোলিং ২১/৪।
১০. মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ)
৭ ইনিংস, উইকেট: ৮টি, ২১.২৫ গড়, ৬.৫৩ ইকোনমি, ১৯.৫০ স্ট্রাইকরেট, সেরা বোলিং ৯/২।
১১. অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস)
৬ ইনিংস, উইকেট: ৮টি, ১৬.৮৭ গড়, ৭.১০ ইকোনমি, ১৪.২৫ স্ট্রাইকরেট, সেরা বোলিং ১১/৪।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি