সেরা জুটির গান ‘গেরুয়া শীর্ষ অবস্থানে

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৫

সেরা জুটির গান ‘গেরুয়া শীর্ষ অবস্থানে

SRK

 

সুরমা মেইল, বিনোদন ডেস্ক : প্রায় পাঁচ বছর পর রোহিত শেঠির দিলওয়ালে ছবি দিয়ে পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি। আর তাইতো এ ছবির গান নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। তারই প্রতিফলন দেখা গেল বলিউড টপ চার্ট লিষ্টে।

মুক্তির এক সপ্তাহ পরেও বলিউডের সেরা জুটির গান ‘গেরুয়া’ ধরে রেখেছে তার শীর্ষ অবস্থান।

গানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত গানটি প্রায় দেড় কোটি বার দেখা হয়েছে। গত সপ্তাহে শীর্ষে ছিলো বলিউডের আরেক তারকা সালমান খানের প্রেম রতন ধন পায়ো ছবির টাইটেল গানটি। তার পাশেই ছিলো বাজিরাও মাস্তানির ‘পিঙ্গা’ ও তামাশা ছবির আরো দুটি গান। তবে সবাইকে পিছনে ফেলে টপ চার্টের শীর্ষে উঠে এসেছে শাহরুখ-কাজলের গেরুয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com