সেলফি তুলতে গিয়ে মোটরসাইকেল আরোহির মৃত্যু

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: যশোরের চলন্ত মোটরসাইকেল থেকে সেলফি তুলতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম চঞ্চল (১৭)। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার বেলা দেড়টার দিকে বেনাপোলের ছোটআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল ছোটআঁচড়া গ্রামের শহিদুলের ছেলে। আহতরা হলেন, সোহেল (১৮) ও আমিনুর (১৮)। আহতরাও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরছিল। বাড়ি ফেরার পথে ওই বিদ্যালয়ের সামনে এসে চালক এক হাতে বাইক চালাচ্ছিল। আর অন্য হাত দিয়ে মোবাইলে সেলফি তুলছিল। এ সময় মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com