সৈয়দ শামসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

সৈয়দ শামসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত

154476_1সুরমা মেইল ডেস্ক :: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা ১৫মিনিটে তেজগাঁও চ্যানেল আই-এর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

প্রথম জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমিতে। সেখান থেকে বরেণ্য এ সাহিত্যিকের মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সৈয়দ হকের মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন।

এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পরে তার মরদেহ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হবে। সেখানে কুড়িগ্রাম কলেজের পাশেই সব্যসাচী এ লেখককে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com