সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ: সিলেট নগরীর শিবগঞ্জ সোনাপাড়া এলাকায় রাতের আধাঁরে একটি বাসায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় নারীসহ দুইজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাপাড়া নবারুন ২২৬/২ নং বাসায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাসার কেয়ারটেকারের ফারুক মিয়ার স্ত্রী দিলারা বেগম (৪৫) ও তার মেয়ের জামাই ফখরুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানান, সোনাপাড়া নবারুন ২২৬/২ নং বাসার কয়েকদিন যাবত নির্মাণ চলছে। রবিবার সাড়ে ১০টার দিকে হঠাৎ করে মোটর সাইকেলে করে ১৫ থেকে ২০জন এসে ওই বাসায় হামলা চালায়। এ সময় টিনসেটের একটি ঘর ভাঙচুর করে এবং কেয়ারটেকারের স্ত্রী দিলারা বেগম ও তার মেয়ের জামাই ফখরুলের উপর হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
হামলাকারীরা মোবাইল ফোনসহ নগদ টাকা-পয়সা নিয়ে গেছে বলে জানান তারা।
হামলার খবর পেয়ে শাহপরান থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহপরান থানার এসআই সোহেল জানান, পূর্ব শত্র“তার জের ধরে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি