সোনালকে কতটা ভালোবাসলে এক হাজার গোলাপ দেওয়া যায়!

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

সোনালকে কতটা ভালোবাসলে এক হাজার গোলাপ দেওয়া যায়!
image_33308_0বিনোদন ডেস্ক : ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মাধ্যমে প্রথম লাইম লাইটে আসেন সুযোগ্য মডেলিং কন্যা সোনাল চৌহান। তেমনভাবে হলিউড কিংবা বলিউডি বিউটি না হলেও ‘দিওয়ানা’ ভক্তের অভাব নেই তার। আর এ রকমই এক ‘দিওয়ানা’ ভক্ত সম্প্রতি ৮ হাজার গোলাপ পাঠালেন নায়িকাকে!
তবে এখানেই শেষ নয়, সেই ভক্ত নাকি সোনালকে প্রতিদিন এক হাজার করে গোলাপ পাঠান। ইন্সটাগ্রামে ঘর ভর্তি গোলাপের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ারও করেছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন আট হাজার গোলাপ, কিন্তু এখনো জানি না কে সে! এই এক ভাবেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি।
যেহেতু নায়িকা বলে কথা, তাই তার জন্য কিছু পাগল অনুরাগী তো থাকবেই। কিন্তু তাই বলে একটা নয়, দু’টো নয় একসঙ্গে আট’শ গোলাপ পাঠিয়ে দিলেন নায়িকাকে! তাও আবার এখনো পরিচয় মেলেনি তার। এখন প্রশ্ন একটাই, কে এই অনুরাগী?
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com