সোবহানীঘাটে হোটেল মেহেরপুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

সোবহানীঘাটে হোটেল মেহেরপুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

dsc_0042-300x212

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সোবহানীঘাটের হোটেল মেহেরপুর থেকে এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম শাকিল আহমদ (৩৪)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের শ্রীরামপুরের লাল মিয়ার ছেলে বলে হোটেল রেজিস্ট্রিতে নাম লিখিয়েছেন।

হোটেল সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর ১২টার দিকে হোটেলের ৩য় তলার ১১৩ নম্বর কক্ষ ভাড়ায় নিয়ে ওঠেন ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাত পর্যন্ত হোটেল রুমে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখে।গলায় ছিল রশি পেচানো। তবে রুমে কোন দরজা কিংবা জানালা খোলা ছিল না।

পুলিশের ধারণা, শাকিল সিলিং ফ্যানের সঙ্গে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

হোটেলের পরিচালক হাজি তেরাব আলী জানান, এ হোটেলের পরিচালক চারজন। তিনি খবর পেয়ে এসেছেন। গত সোমবার যখন নিহত শাকিল রুমে ওঠেন, তখন ম্যানেজার ছিলেন হাফিজ লোকমান আহমদ।

কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, শাকিল আত্মহত্যা করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com