সোমবার সরাদেশে হরতাল জামায়াতে ইসলামী

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৫

সোমবার সরাদেশে হরতাল জামায়াতে ইসলামী
jamat hortal
সুরমা মেইল : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এর প্রতিবাদে সোমবার সরাদেশে হরতাল আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে রোববার সিলেটসহ সারা দেশে গায়েবানা জানাজা ও দোয়ার ঘোষণা করেছে দলটি।
তিনি এক বিবৃতিতে বলেন, চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন তা দেশের জনগণ কখনো ভুলবে না। তিনি ইসলামী আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে দেশের জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছিয়ে দেয়ার জন্য রাতদিন পরিশ্রম করেছেন। বর্তমান স্বৈরাচারী জালেম সরকার এ রকম একজন সৎ, আল্লাহভীরু ও যোগ্য জাতীয় নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করায় জাতি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com