সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
সিলেটে সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৭ জুলাই (সোমবার) সিলেট জেলা বিএনপির দলীয় সভায় যোগ দিবেন তিনি। এসময় বিএনপি মহাসচিবের সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এ জেড এম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দরা আসার কথা রয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, আগামী সোমবার সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে দলীয় সভায় যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। এসময় উনার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এই সফর ঘিরে সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আমি মনে করি উনার এই সফরের মধ্য দিয়ে আবারও সিলেট বিভাগে রাজনীতির নতুন গতি সঞ্চার হবে।
সমাবেশ সফল করতে এরআগে শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় নগরীর লামাবাজারে একটি হোটেল মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ মালিক ও আরিফুল হক চৌধুরী। সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা-মহানগরের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ জনসম্পৃক্ত ও শৃঙ্খলাবদ্ধ কর্মকৌশলের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো কর্মকাণ্ড যেন জনমনে বিরক্তি সৃষ্টি না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
সভায় জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এড. আশিক উদ্দিন আশুক, ডা. নাজমুল ইসলাম, শাহাব উদ্দিন আহমদ, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, নেওয়াজ বক্ত তারেক, শাকিল মোর্শেদ, আবুল কাশেম, শামীম আহমদ,আব্দুর রহমান, মকসুদ আহমদ, আজিজুর রহমান আজিজ, মাহবুব আলম, আফসর খান, জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, আশরাফুল আলম বাহার, বজলুর রহমান ফয়েজ, সুদীপ জ্যোতি এষ, আব্দুল আহাদ, ফাহিমা কুমকুম, জুবের আহমদ, ফজলে রাব্বি আহসান প্রমুখ।
প্রস্তুতি সভায় সমাবেশস্থলের নিরাপত্তা, জনসমাগম ও সাংগঠনিক কাজের সমন্বয়ে একাধিক উপ-কমিটি গঠন করা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়। সভা শেষে নেতৃবৃন্দ সানরাইজ কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন এবং আয়োজনসংক্রান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।
(সুরমামেইল/এমকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি