সোমবার সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫

সোমবার সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

Manual3 Ad Code

mal

Manual5 Ad Code

সুরমা মেইলঃ  সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন দিনের সফরে সিলেট আসছেন।সিলেট পৌঁছার পর অর্থমন্ত্রী বেলা ২টায় জালালাবাদ ইউনিয়নের আলীনগর ও মোগলগাঁও ইউনিয়নের দশগ্রাম এলাকার ২২ কিলোমিটার বিদ্যুৎ সংযোজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল সাড়ে ৫টায় কবি নজরুল অডিটোরিয়ামে নাট্যমঞ্চ-সিলেট’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান ও রাত সাড়ে ৭টায় সিলেট মদনমোহন কলেজের গভর্নিং বডির সভায় যোগদান করবেন।

Manual8 Ad Code

পরদিন মঙ্গলবার সকাল ১১টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রস্তুতি সভায় যোগদান, বেলা ১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সভায় যোগদান, বিকাল ৪টায় স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে নির্মিত কাদিপুর জামে মসজিদ ও মাজারের উদ্বোধন এবং সন্ধ্যা ৬টায় কালিঘাট শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এছাড়াও বুধবার সকাল ১০টায় সিলেট সদর উপজেলা পরিষদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান ও সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের পাঠানটুলা করেরপাড়া ও পনিটুলা রাস্তা প্রশস্তকরণের ভিত্তি প্রস্তর এবং সিলেট সিটি করপোরেশনের কাছে বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করবেন।
বুধবার বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন অর্থমন্ত্রী।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code