সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে সিঙ্গেল পুরুষ গৃহকর্মী নেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। সিঙ্গেল পুরুষ বলতে অবিবাহিত ও ব্যাচেলরদের বোঝানো হয়েছে।
সৌদি আরবের শ্রম ও সামজিক উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে শনিবার আরব নিউজে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মী প্রয়োজন হলে বাংলাদেশ বাদে অন্য কোনো দেশ থেকে চাহিদা মিটিয়ে নিতে। তবে স্থগিতাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো গৃহকর্মী নেওয়া যাবে না।
বাংলাদেশ বাদে অন্য দেশগুলো থেকে গৃহকর্মী নেওয়ার বিষয়েও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ রয়েছে এবং যিনি নিয়োগ দেবেন তার বৈবাহিক অবস্থার ওপর বিষয়টি নির্ভর করে। বাংলাদেশি ছাড়া অন্য দেশ থেকে লোক নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্ত বেঁধে দেয় সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। শর্তে বলা হয়, ড্রাইভার, গৃহস্থালির কাজ ও নার্স এ তিন ক্যাটাগরিতে অন্য দেশ থেকে লোক নিয়োগ দেওয়া যাবে। তবে সিঙ্গেল নন এমন বাংলাদেশি পুরুষদের গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া যাবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খাইল জানিয়েছেন, অন্য গ্রুপের শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার জন্য সৌদি আরবের সিঙ্গেল পুরুষ বা নারী কর্তৃক বাংলাদেশি সিঙ্গেল পুরুষ গৃহকর্মীদের নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হলো।
বাংলাদেশি সিঙ্গেল পুরুষদের নিয়োগ দিতে চান, সৌদি আরবের এমন অবিবাহিত আবেদনকারীরা জানিয়েছেন, তারা বার বার আবেদন করেছেন। তা গ্রহণও করা হয়েছে। কিন্তু পরে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
আট বছর বন্ধ থাকার পর গত বছর সৌদি সরকার বাংলাদেশি পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে। এক বছর যেতে না যেতেই এবার পুরুষ গৃহকর্মী নেওয়া স্থগিত করল দেশটি।
সূত্র: আরব নিউজের খবর
Design and developed by ওয়েব হোম বিডি