সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫

সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি

Soudi

সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা।

সৌদি সিভিল ডিফেন্স বিভাগের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাতআড়াইটার দিকে জিজান জেনারেল হাসপাতালে আগুন ধরে যায়। ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ও প্রসূতি বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুটি বিভাগই ভবনটির দ্বিতীয়তলাতে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com