সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬
বিনোদন ডেস্ক :: জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। যখন তিনি বলিউডে পা রাখেন, তখন বেশ মোটাসোটা নায়িকা হিসাবেই তাকে গণ্য করা হত। তার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘ইশকজাদে’-তে এর জন্য তাকে বেশি টাইট-ফিট পোশাক পরানো হয়নি। কিন্তু, বলিউডের লড়াইয়ে টিকে থাকতে হলে স্লিম হওয়াটা যে জরুরি, তা ভালই জানেন পরিণীতি। তাই, বাড়তি মেদ ঝড়িয়ে এখন তিনি এক্কেবারে স্লিম। এজন্য তিনি আরও বেশি আকর্ষণীয় হয়েছেন।
পোশাকেও এখন অনেক বেশি সাহসী হয়েছেন পরিণীতি। আগে মোটা শরীরের জন্য যে পোশাক পড়তে তিনি সাহস পেতেন না, এখন সেই পোশাকেও তিনি নিজেকে ক্যারি করছেন।
তবে, পোশাকে সাহসী হতে গিয়ে পরিণীতি যা কাণ্ড বাঁধাচ্ছেন, তাতে সকলেরই চোখ চড়কগাছে। কারণ, সম্প্রতি তিনি একটি মোবাইল সংস্থার প্রোডাক্ট উদ্বোধনী অনুষ্ঠানে দূত হিসাবে উপস্থিত ছিলেন। সেখানে ছোট একটি স্কার্ট এবং সিল্কের জামা পরে হাজির হয়েছিলেন পরিণীতি। দাঁড়িয়ে থাকা অবস্থায় পোশাক নিয়ে কোনও অস্বস্তিতে পড়েননি তিনি। কিন্তু, সোফার উপরে যেই বসতে গেলেন, তখনই স্কার্ট উঠে বেরিয়ে পড়ল অন্তর্বাস। প্রথমটায় পরিণীতি নিজেও বুঝতে পারেননি।
কিন্তু, অনুষ্ঠানে হাজির থাকা চিত্রগ্রাহকরা যেভাবে তার ডান উরুর দিকে ক্যামেরা তাক করেছিলেন তাতে সন্দেহ দানা বাঁধে পরিণীতির মনে। নায়িকাও তখন লক্ষ করেন, স্কার্ট অনেকটা উঠে গিয়েছে। কিন্তু, সোফার নরম গদি এমনভাবে তার শরীরটাকে ধরে রেখেছিল যে তাতে পায়ের উপর পা আড়া-আড়িভাবে না রেখে অন্য পজিশনে বসাটা অসম্ভব ছিল। আর স্কার্ট পরলে সাধারণত পা-এর উপরে পা তুলে লেডিজ জেসচারেই বসতে হয়। এই অবস্থায় পরিণীতি যে যথেষ্টই অস্বস্তিতে পড়েছিলেন, তা তার চোখমুখে ফুটে উঠেছিল। অনেকভাবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলেন। মাঝে কয়েকবার কথা বলতে বলতেই স্কার্ট টেনে অন্তর্বাস ঢাকার চেষ্টা করেন তিনি।
https://youtu.be/qdOIKF1YuQw
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি