সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চালতাতলী এলাকায় কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস খাদে পড়ে কমপক্ষে ১০ ছাত্রছাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই ছাত্রের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চালতাতলী এলাকায় রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস পেছন থেকে স্কুলবাসটিকে ধাক্কা দেয়। এতে স্কুলবাসটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে অনন্ত ১০ ছাত্রছাত্রী আহত হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি