সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি :
বাবার থ্রি হুইলারে চড়ে স্কুলে পরীক্ষা দিতে যাওয়া হলোনা নবম শ্রেণিতে পড়ুয়া রুবাইয়া খাতুনের, মেয়েকেও স্কুলে পৌছে দেয়া হলোনা বাবা আশরাফুলের। সড়ক দূর্ঘটনায় বাবা মেয়ে দুজনেই একসাথে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের খোশবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারান বাবা আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।
নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা ও দূর্ঘটনাগ্রস্থ থ্রি হুইলার এর চালক এবং তার মেয়ে নিহত রুবাইয়া খাতুন ঞ্চগড়ের বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস এর একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) দ্রুত গতিতে আসছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ত্রি হুইলারটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে যায়। এসময় থ্রি-হুইলার চালক বাবা ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পথে মেয়ে মারা যায়।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
(সুরমামেইল/এমআই)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি