সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : আমাদের দেশে এই বখাটেদের শেষ কোথায়? এবার হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেনির এক স্কুলছাত্রীর মা-বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামে এক বখাটে ও তার সাঙ্গ-পাঙ্গরা মিলে এ ঘটনা ঘটায়। আহত অবস্থায় ছাত্রীর বাবা শাহজীবাজার রাবার বাগানের কর্মচারী বদরুজ্জামান (৪৫), মা মোছা. লাকী বেগম (৩৫) ও তাদের মেয়ে স্কুলছাত্রী মোছা. ফাতেমা আক্তার সুমিকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর বাবা বদরুজ্জামান মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী সূত্রে জানা যায়- উপজেলার শাহজীবাজার এলাকার ডা. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন যাবত বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের গেদু মিয়ার ছেলে মো. গুলশান মিয়া প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। স্কুলছাত্রী সুমি তার মা-বাবাকে বিষয়টি অবগত করলে সুমির বাবা বিষয়টি গুলশানের পরিবারকে অবগত করলে গুলশান এতে আরো ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে গুলশান মিয়া ও তার সাঙ্গ-পাঙ্গরা। আব্দুল আউয়াল বদরুজ্জামানের ভাড়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে সুমির মা-বাবা ও ভাইয়ের উপর হামলা চালায়। এতে বদরুজ্জামান, তার স্ত্রী লাকি বেগম ও ছেলে ইয়াসিন আরাফাত আহত হয়। এ ঘটনায় বদরুজ্জামান মঙ্গলবার সকালে গুলশান মিয়া ও তার সঙ্গী আব্দুল আউয়ালের নামে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি