স্কয়ারে ৯৬ ঘণ্টা পর চোখ খুললেন খাদিজা

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

স্কয়ারে ৯৬ ঘণ্টা পর চোখ খুললেন খাদিজা

সুরমা মেইল ডেস্ক :: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমের ধারাল অস্ত্রের কোপে মর্মান্তিক আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

শনিবার দুপুর ১টায় স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ড. এ এম রেজাউল সাত্তার। ড. রেজাউস সাত্তারের তত্ত্বাবধানেই চিকিৎসাধীন খাদিজা। ।

তিনি বলেন, ৯৬ ঘণ্টা পর খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি ডান হাত-পা নড়াচড়াও করেছেন। ডান চোখও খুলতে পেরেছেন। বিশেষজ্ঞ এ চিকিৎসকের আশা, বয়স কম হওয়ায় খাদিজার মস্তিষ্কের আঘাত ধীরে ধীরে সেরে যেতে পারে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন শাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বষের্র দ্বিতীয় সেমিস্টারের ছাত্র বদরুল। পরে কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির পর রাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় খাদিজার। চিকিৎসকদের পরামর্শে রাতেই অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার কলেজছাত্রী খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে উত্ত্যক্ত ও হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অভিযোগে শাহপরাণ থানায় বদরুলের বিরুদ্ধে মামলা করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর বুধবার তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com