স্টার জলসা দেখে অভিনয় অতঃপর শিশুর আত্মহত্যা

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

20182611163

সুরমা মেইল নিউজ : লক্ষ্মীপুরে ভারতীয় চ্যানেল স্টার জলসার একটি সিরিয়ালে আত্মহত্যার দৃশ্যে প্রভাবিত হয়ে নিজেও আত্মহত্যার অভিনয় করতে গিয়েছিল শিশুটি। আর তখনই গলায় ফাঁস লেগে মারা যায় স্কুলছাত্রী প্রিমা পাল (৯)।

বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের মন্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রিমা মন্দাবাড়ি এলাকার নরেশ পালের মেয়ে। সে পূর্ব মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়ত। নিহতের বাবা নরেশ পাল বলেন- প্রিমা বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে সিরিয়াল দেখছিল। এসময় সিরিয়ালে তার বয়সী একটি মেয়েকে গলায় ফাঁস নিতে দেখে সেও ওই দৃশ্যে অভিনয় করবে বলে সিদ্ধান্ত নেয়। পরে ঘরের আলনার সাথে ওড়না দিয়ে অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানিয়েছেন- এ ঘটনায় থানায় একটি অপমৃ্ত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com