সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৫
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
সচিব জানান, আইন অনুযায়ী পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির মর্যাদা লাভ করার বিষয়টি উঠে এসেছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা। এক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সচিব জানান, আজকের মন্ত্রিসভায় বিমা করপোরেশন আইন-২০১৫ এর খসড়া অনুমোদন করা হয়েছে। নতুন এই আইনে শুধু বাণিজ্যিক নয়, জনস্বার্থের বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান সচিব।
Design and developed by ওয়েব হোম বিডি