সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে পৌঁছেছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বেলা ১২টা ৫৬ মিনিটের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ওসমানী বিমানবন্দরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে স্পিকার হযরত শাহজালাল (রহ.) মাজারে যান। সেখানে নামাজ আদায় ও কিছু সময় ইবাদত বন্দেগি করেন। বেলা ২টায় স্পিকার শিরিন শারমিন হোটেল রোজভিউতে যান। সেখানে মধ্যাহ্নভোজ সেরে সিলেটের বালাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। স্পিকার শিরিন শারমিনের সাথে ছিলেন- ইমরান আহমদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, কেয়া চৌধুরী এমপি, জাতিসংঘের সাবেক স্থায়ী সদস্য ড. একে এম আবদুল মোমেন, সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ।
বালাগঞ্জ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। পরে সেখান থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন। হবিগঞ্জ জেলার বাহুবলে ডি প্যালেস রিসোর্টে তিনি রাত্রীযাপন করবেন। পরদিন সকালে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
Design and developed by ওয়েব হোম বিডি