স্পোর্টস ডেস্ক : লুই সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডাকে হারিয়ে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। চার বছরের মধ্যে এটি তাদের তৃতীয় লা লিগা শিরোপা জয়। এদিকে এই খেলার জয়-পরাজয়ের দিকে যেমন তাকিয়ে ছিলেন বার্সার সমর্থকরা, তেমনি বলা যায় রিয়াল মাদ্রিদের সমর্থকদেরও নজর ছিল এই ম্যাচের ফলাফলের দিকে। কারণ ম্যাচের আগের হিসাব ছিল বার্সেলোনা জিতলেই শিরোপা হবে তাদের। আর তারা পয়েন্ট হারালে এবং রিয়াল দেপার্তিভো লা করুনার মাঠে জিতলে চ্যাম্পিয়ন হবে রিয়াল। জিনেদিন জিদানের দল দেপার্তিভো লা করুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ঠিকই, তবে বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থাকায় রানার্স আপ ট্রফিটি নিয়েই খুশি থাকতে হচ্ছে রিয়ালকে। বার্সার পয়েন্ট ৯১ আর রিয়ালের ৯০। বার্সার উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ খেলার প্রথমার্ধের ২২ মিনিটে প্রথম এবং ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করেন। এরপর খেলার শেষার্ধে ৮৬ মিনিটে করেন তৃতীয় গোলটি। কোনও লা লিগা মৌসুমে ৪০টি গোল করলেন সুয়ারেজ। ফলে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পাশেই এখন তার অবস্থান। খবর : বিবিসি।