স্বপদে বহাল থাকছেন লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

স্বপদে বহাল থাকছেন লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত

download-(1)

সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত স্বপদে বহাল থাকছেন।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে রাজধানীর সেগুবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এছাড়াও সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এ মন্ত্রী।

নাহিদ বলেন- বুধবার গঠিত তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছি এবং পর্যালোচনা করেছি। ওই রিপোর্টের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে ওই শিক্ষকের ধর্মীয় কটুক্তির অভিযোগ প্রমান পাওয়া যায়নি।

তিনি বলেন- শিক্ষককে এভাবে অপমান ও লাঞ্ছিত করা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এটা জাতির জন্য অপমানজনক। এ ঘটনায় আমরা ক্ষুব্ধ। কারও কাছে এ ঘটনা গ্রহণযোগ্য হয়নি।

শিক্ষামন্ত্রী আরো বলেন- জেলা প্রশাসকের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বিদ্যালয় পরিচালনা করা হবে।

মন্ত্রী বলেন- আইনশৃঙ্খলা বিষয়ে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের যেটুকু দায় বর্তায় তা শিক্ষা মন্ত্রণালয় পালন করবে। শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ইসলাম ধর্মের প্রতি কটুক্তির যে অভিযোগ করা হয়েছিল, তাও তদন্ত করে পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত ১৩ মে বিকেলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান স্থানীয় সংসদ ও জাতীয় পার্টি নেতা সেলিম ওসমান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com