‘স্বপ্নবাড়ি’তে মম-মিলন

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০১৬

‘স্বপ্নবাড়ি’তে মম-মিলন

images
বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও অভিনেতা আনিসুর রহমান মিলন। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ‘স্বপ্নবাড়ি’। এটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু। শনিবার সন্ধ্যায় এ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মম-মিলন। এর আগে এ দুই জনপ্রিয় মূখকে দর্শকরা ছোট পর্দার পাশাপাশি রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে অভিনয় করতে দেখেছেন। মম এ পর্যন্ত অভিনয় করেছেন তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ও শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে। আর মিলন অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- ‘দেহরক্ষী’, ‘পোড়ামন’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ভালোবাসার গল্প’, ‘অনেক সাধের ময়না’, ‘লালচর’ প্রভৃতি। নতুন ছবি প্রসঙ্গে মম বলেন, একটি বাড়িকে ঘিরে কাহিনী। এর বেশি কিছু বলবো না। রহস্যেঘেরা গল্প এটি। মিলন বলেন, নতুন এক দম্পতি একটি বাড়িতে গিয়ে ওঠে। এরপর ঘটতে থাকা নানা ঘটনা। সেসব নিয়েই এগোবে ছবির গল্প। আগস্টে এ ছবির কাজ শুরু হবে। সব দর্শকের এটি ভালো লাগবে বলে আশা করছি। ‘স্বপ্নবাড়ি’ পরিচালনা করছেন তানিম রহমান অংশু। উল্লেখ্য, এ পরিচালকের নির্দেশনায় ‘আদি’ নামে একটি ছবির কাজ এখন শেষপর্যায়ে। এতে জুটি হয়ে অভিনয় করছেন এবিএম সুমন ও শায়লা সাবি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com