স্বপ্ন নয় বাংলাদেশ এখন ডিজিটাল : আনোয়ার

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

স্বপ্ন নয় বাংলাদেশ এখন ডিজিটাল : আনোয়ার

we
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রকল্প পরিচালক এক্সসেস টু ইনফরমেশন (এটুআই) কবির বিন আনোয়ার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় এটি এখন বাস্তবতা প্রতিটি ইউনিয়ন, প্রতিটি সিটি কর্পোরেশন এবং পৌরসভায় রয়েছে ডিজিটাল সেবা।

শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর রিকাবীবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলায় আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কবির বিন আনোয়ার বলেন, তোমাদের হাতেই ডিজিটাল বাংলাদেশ। তোমরা এই দেশকে আগামীতে আরো এগিয়ে নিবে।

সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট বিভাগীয় পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা।

সভাপতির বক্তবে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেন, ডিজিটাল মানে হচ্ছে স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ডিজিটাল মেলার লক্ষ হলো তরুণ সমাজকে পথের দিশা দেয়া। তিনি মেলায় আগত সকলকে শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com