সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে সরকারি ও বেসরকারি উদ্যোগে বর্ণিল কর্মসূচিতে মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। এতে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা ও সমাজকল্যাণ সংগঠন অংশ নেয়। বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমদ ও জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোঃ ছাইদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা। বক্তারা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে একাত্তরের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধ গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন। এর আগে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা বলেন, বাঙালির ইতিহাসে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। নানা কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে এ সম্পর্কে জানাতে হবে।
মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ বলেন, মার্চ ছিল মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিপর্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই চলছিল সবকিছু। মহান নেতা জাতিকে ধাপে ধাপে প্রস্তুত করে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
কর্মসূচি আরো অংশ নেন, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট ড. মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিসের জেলা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেলাল, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক সুবল চন্দ্র দাস, সাবেক ছাত্রনেতা শাহানারা বেগম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাবেক সিটি কাউন্সিলর জেবুন্নাহার শিরীন, সংগীত শিক্ষক স্বরদিন্দু চক্রবর্তী রেন্টু, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়ক প্রণব কান্তি দেব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু তাহের, মুক্তিযুদ্ধ অনুশীলনের সম্পাদক সুরঞ্জিত বর্মন, সাবেক সম্পাদক বশির আহমদ জুয়েল, সদস্য অধ্যাপক মোঃ আব্দুল জলিল, ধ্রুব গৌতম, সাংবাদিক ইউসুফ আলী, নূরুল ইসলাম, মেকদাদ মেঘ, ফারহানা বেগম হেনা, শাহ আদনান, হেনা মমো, সংস্কৃতিকর্মী অমরেন্দ্র দেব, রাজীব চৌধুরী, সত্যজিৎ চৌধুরী, স্বপন মল্লিক শিবা প্রমূখ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি